করোনাভাইরাস সংক্রমণ রোধে ওমানের আল সিব অঞ্চলে চতুর্থ করোনা পরীক্ষাকেন্দ্র চালু করলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, ওমানের সিবের আল হিলের উত্তরে এই পরীক্ষাকেন্দ্রটি চালু করা হয়েছে। কোনো নাগরিকের করোনা উপসর্গ দেখা দিলে তারা তাৎক্ষণিক এই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা করতে পারবেন।
ডা. অসীম বিন মোহাম্মদ আল মুশরাফ বলেন যে, ”করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তারা এখানে পরীক্ষা করতে পারবে। নতুন পরীক্ষাকেন্দ্র প্রবাসী ও ওমানি নাগরিক উভয় পরীক্ষা করতে পারবে। তবে পরীক্ষাকেন্দ্রে না এসে যারা বাড়ি বা কর্মসংস্থান থেকে পরীক্ষা করতে চান তাদের আগে আবেদন করতে হবে ও দায়িত্বরত স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগের মাধ্যমে পরীক্ষা করতে পারবে।” ঠিকানা নিবন্ধভুক্ত করবে এবং তাদের যোগাযোগগুলি সনাক্ত করবে।
আরও পড়ুনঃ ওমানে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ
তিনি আরও জানান, এই পরীক্ষাকেন্দ্রের নমুনাগুলি ওমানের কেন্দ্রীয় ল্যাবে প্রেরণ করা হবে। সেখান থেকে পজিটিভ নেগেটিভ রেজাল্ট ব্যক্তির মুঠোফোনে দেওয়া হবে। পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য কোনও ব্যক্তিকে পরীক্ষাকেন্দ্র আসতে হবে না।
আরও দেখুনঃ প্রবাসীদের নিয়ে যা বললেন মিশা সওদাগর ও র্যাবের এই কমান্ডার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post