মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ওমানে ডাটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজন। বুধবার (১৪ ডিসেম্বর) সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশটিতে ক্লাউড পরিষেবা এবং স্থানীয় ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি স্থানীয় অঞ্চল চালু করার উদ্যোগ নিয়েছে।
ওমান টেলিকমিউনিকেশন কোম্পানি (ওমানটেল) তাদের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এইচ ই ডঃ আলি বিন আমের আল শিধানি, আমাজন ওয়েব সার্ভিসেস-এর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাবলিক সেক্টর ম্যানেজার ভুইচিক বাগদা এবং ওমানটেলের সিইও তালাল বিন সাইদ আল মামারি এই চুক্তি স্বাক্ষর করেন।
পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এইচ ই সাইদ বিন হামুদ আল মা’আওয়ালি বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের প্রযুক্তির সাফল্যের পর ওমানই হবে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যারা স্থানীয় অঞ্চল প্রযুক্তিসহ অ্যামাজন ওয়েব সার্ভিস ডেটা সেন্টার স্থাপন করবে। তিনি উল্লেখ করেন, এটি ওমানকে ডেটা সেন্টার এবং ক্লাউড পরিষেবার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে গড়ে তুলবে, পাশাপাশি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে একটি লিঙ্ক স্থাপন করবে।
মন্ত্রী বলেন, আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ করে তথ্য ও ক্লাউড সেবা হোস্টিং ও প্রক্রিয়াকরণে মন্ত্রণালয় অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সঙ্গে আরও কাজ করতে চায়। এইচ ই মা’আওয়ালি উল্লেখ করেছেন যে, এই সহযোগিতা ডিজিটাল অর্থনীতির জন্য জাতীয় কর্মসূচির সাফল্যকে বাড়িয়ে তুলবে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস হচ্ছে বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি যা ক্লাউড হোস্টিং পরিষেবাগুলোতে বিশেষায়িত। তিনি আরও যোগ করেন যে এই সহযোগিতা অ্যামাজন ওয়েব পরিষেবার সঙ্গে অনেক অর্থনৈতিক সুযোগ দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post