মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় এবং প্রাকৃতিক সুন্দরের দেশ ওমান। দেশটিতে ১০ তলার উপর কোনো সুউচ্চ ভবন না থাকলেও রাস্তাঘাট বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম উন্নত নয়। পাহাড় সাগর আর মরুভূমি মিলে এক প্রাকৃতিক নিসর্গ বলা চলে ওমানকে। সম্প্রতি পরিবেশ রক্ষায় দেশটির রাজধানী মাস্কাটের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, জনসমক্ষে থুথু ফেললে এখন থেকে জরিমানা গুনতে হবে ২০ ওমানি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার টাকার বেশি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
এক বিবৃতিতে মাস্কাট পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে জনসমক্ষে থুথু ফেলার বিষয়টিকে স্থানীয় আইনের অবমাননা বলে বিবেচনা করা হবে এবং এ আইন অবমাননাকারীকে ২০ রিয়াল জরিমানা দিতে হবে। মাস্কাট পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কেবল থুথু ফেলাই নয়, যে বা যারা শহরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবে তাদেরও অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের কাছ থেকে ১০০ রিয়াল জরিমানা আদায় করা হবে। একই কাজ আবারও করলে জরিমানা হবে দ্বিগুণ।
মাস্কাট পৌর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, জনসমক্ষে থুথু ফেলা কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মতো নেতিবাচক কাজ শহরের সামগ্রিক ইমেজের ওপর প্রভাব ফেলে। একইসঙ্গে জনস্বাস্থ্যের জন্যও এমন আচরণ খুবই ক্ষতিকর। কারণ, একজনের ফেলা থুথু থেকে জীবাণু বাতাস এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে খুব দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে। আর তাই, পরিবেশ রক্ষায় সবাইকে এই আইন মেনে চলতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post