দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ওমান প্রবাসীসহ ৬৭ সিআইপি নির্বাচিত হয়েছেন ২০২০ সালের জন্য। সোমবার (১২- ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৬৭ জনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরমধ্যে ২৬ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং ওমান থেকে ১৩ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। এবছরও প্রথম কাতারে আছে আমিরাত এবং দ্বিতীয় কাতারে ওমান প্রবাসীরা। সিআইপি নির্বাচিত অন্যদের মধ্যে কাতারের ৩জন, কুয়েতের ২, জাপানের ৩, ইতালির ৫, যুক্তরাজ্যের ২, মালয়েশিয়ার ৩, গ্রিসের ২, থাইল্যান্ডের ২, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মালদ্বীপ ও সুইডেন ১ জন করে প্রবাসী বাংলাদেশি রয়েছেন।
ওমান থেকে নির্বাচিত প্রবাসীরা হচ্ছেন, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, আবু নছর রিয়াদ, আজিমুল হক বাবুল, কবির আহমেদ, তৌফিকুজ্জামান পলাশ, রফিকুল আলম, উত্তম কুমার সাহা, তৌহিদুল আলম, জসিম উদ্দীন, সামসুল আজিম, নুরুল আমিন, মোরশেদা কবির ও উৎপল সাহা। এরমধ্যে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী মোট ৭ বার সিআইপি নির্বাচিত হলেন। যা প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে নির্বাচিত প্রবাসী সিআইপিদের পরিচয়পত্র তুলে দেওয়ার কথা আছে। নির্বাচিত সিআইপিরা আগামী দুই বছর পর্যন্ত (প্রজ্ঞাপন জারির তারিখ ১২ ডিসেম্বর থেকে) বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া সিআইপিরা দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন।
বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডিলিংয়ের সুবিধা পাবেন।
সিআইপি, তাদের স্ত্রী এবং সন্তানদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন এবং তাদের বিনিয়োগ ‘ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন এন্ড প্রটেকশন) আইন, ১৯৮০’ এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন সিআইপিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post