ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। সোমবার (১২ ডিসেম্বর) ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় বাদী হয়ে ধর্ষক নাসিরের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ নাসিরকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার নাসির উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের কান্দাপাড়া এলাকার রেজেক ওরফে রাজ্জাকের ছেলে। গত ২৪ অক্টোবর রাত ১০টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামে ওই নারীর ঘরে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত প্রায় এক বছর আগে টাকার প্রয়োজনে ভুক্তভোগী ওই নারী তার একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন বিক্রির জন্য ভাশুর পুত্র ফারুককে জানান। এর কয়েকদিন পর ফারুক ওই মোবাইল কিনতে আগ্রহী তার পরিচিত ব্যক্তি নাসিরকে তাদের বাড়িতে নিয়ে আসে। নাসির মোবাইলটি দেখার কথা বলে গোপনে মোবাইলে থাকা ওই নারীর সব ব্যক্তিগত ছবি নিজের মোবাইল ফোনে নিয়ে নেয় এবং মোবাইলটি কিনেনিয়ে যায়।
পরে নাসির ওই নারীর বিভিন্ন ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে নাসির। এ ঘটনার সময় নাসির কৌশলে ওই নারীর অশ্লীল নগ্ন ভিডিও ধারণ করে। সম্প্রতি নাসির মালয়েশিয়ায় থাকা ওই নারীর স্বামীর কাছে এসব অশ্লীল ভিডিওগুলো পাঠিয়ে দেয়। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগ স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post