মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগালে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তার নাম মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তিনি পর্তুগালের কভিলা শহরে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে হেঁটে কর্মস্থল থেকে ফেরার পথে পেছন থেকে আবু কায়েসকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাবুলেন্স হাজির হয়।
একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক কায়েসকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আবু কায়েস চলতি বছরের ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগালে গিয়েছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজলোয়। পরিবারে তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান রয়েছে। এদিকে প্রবাসীর অকাল মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির পক্ষ থেকে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post