পরিবর্তন আসতে শুরু করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবাসীদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একটা সময় বিমানবন্দরে নেমে গাড়ি ভাড়া করতে আতঙ্কে থাকতেন প্রবাসীরা। আকাশচুম্বী ভাড়া, নিরাপত্তা ইস্যু সহ বেশকিছু কারণে এয়ারপোর্ট থেকে গাড়ি নিতে চাইতেন না তারা। তবে এবার প্রবাসীদের জন্য আসার বাণী শুনালো প্রবাসীর ট্যাক্সি লিমিটেড। কম ভাড়া, শতভাগ নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ গাড়ি সেবা দিয়ে ইতিমধ্যেই প্রবাসীদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এয়ারপোর্ট থেকে অপরিচিত গাড়ি নিয়ে মাঝপথে ডাকাতের কবলে পড়ার খবর প্রায়ই শুনা যায়। তবে এবার প্রবাসীর ট্যাক্সির এক যাত্রী শুনালেন ভিন্ন খবর।
গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশে এক ধরণের অঘোষিত পরিবহণ ধর্মঘট চলে। এতে চরম বিপাকে পড়েন বিদেশ ফেরত এবং বিদেশগামী যাত্রীরা। কোথাও কোনো গাড়ি না পেয়ে প্রবাসীর ট্যাক্সি বুকিং দেন মো, জসিম উদ্দিন নামে এক সৌদি প্রবাসী। ঢাকা থেকে গাড়ি নিয়ে বাড়িতে ঠিক মত গেলেও দীর্ঘদিন পর পরিবারের লোকজনকে পেয়ে সব ভুলে যান জসিম উদ্দিন। আর তাই, গাড়ির মধ্যেই নিজের দামী ব্যাগটি রেখেই নেমে পড়েন।
আধাঘন্টা পর তিনি বুঝতে পারেন তার মূল্যবান ব্যাগটি গাড়ির মধ্যে। যে ব্যাগের মধ্যে স্বর্ণ এবং মোবাইল সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিলো। তাৎক্ষনিক প্রবাসীর ট্যাক্সির সাথে যোগাযোগ করলে তার মালামাল ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজের ব্যাগ ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন জসিম উদ্দিন। যেখানে অন্য গাড়ি প্রবাসীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেয়, সেখানে প্রবাসীর ট্যাক্সির এমন নিরাপত্তা ব্যবস্থা দেখে অভিভূত হন তিনি।
জানাগেছে, জসিম উদ্দিন ছাড়াও এমন অনেক প্রবাসী যাত্রী তাদের অনেক মূল্যবান জিনিসপত্র গাড়ির মধ্যে রেখেই নেমে পড়েন। পরবর্তীতে যোগাযোগ করে তাদের মালামাল পৌঁছে দেয় প্রবাসীর ট্যাক্সি। গত ৯ ডিসেম্বর সৌদি থেকে আরেক প্রবাসী ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসীর ট্যাক্সি নিয়ে সিলেট যান। কিন্তু গাড়ির মধ্যে জমজমের পানি রেখেই নেমে পড়েন। গাড়ি ঢাকায় ফেরার পর দেখা গেল তার একটা মালামাল গাড়ির মধ্যেই রয়েছে। এমতাবস্থায় তাৎক্ষনিক উক্ত প্রবাসীর সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার মালামাল পৌঁছে দেওয়া হয়।
এভাবেই প্রবাসীদের আস্থা অর্জন করছে প্রবাস ফেরত কর্মীদের সম্মিলিত উদ্যোগ প্রবাসীর ট্যাক্সি লিমিটেড। বাংলাদেশে পরিবহণ সেক্টরে এটিই একমাত্র প্রতিষ্ঠান, যেখানে মালিক, চালক এবং যাত্রী সকলেই প্রবাসী। ঢাকা বিমানবন্দর থেকে সর্বনিম্ন ভাড়ায় এবং মর্যাদাপূর্ণ গাড়ি সেবার জন্য ব্যবহার করতে পারেন প্রবাসীর ট্যাক্সি।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post