কোনো কালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি; প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। কাজী নজরুল ইসলামের এই কথাটির বাস্তবতা দেখা গেল মরুর দেশ ওমানে। একজন নারীর অনুপ্রেরণায় পুরুষ যে সফল হতে পারেন তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মাদ মনিরুল ইসলাম রকি। আজ থেকে ১৮ বছর পূর্বে মরুর এই দেশটিতে শ্রমিক হিসেবে আসলেও এখন একজন সফল ব্যবসায়ী রকি। প্রতিষ্ঠিত করেছেন নিজস্ব ব্রান্ড ‘রকি ওয়ার্ল্ড’। ওমানে মোবাইল এক্সেসরিজ আইটেমের মধ্যে রকি ওয়ার্ল্ড বেশ প্রসিদ্ধ একটি নাম।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বাক্যটির জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় ওমান প্রবাসী নারী উদ্যোক্তা সায়ওবা খন্দকার বৃষ্টির ক্ষেত্রে। তিনি ঘরে বসে না থেকে সাহস নিয়ে স্বামী রকির সাথে নেমে পড়েন ব্যবসায়। দক্ষহাতে নিজের ঘর সামাল দিয়ে ব্যবসা পরিচালনা করছেন সমান তালে। ওমানে রকির যাত্রা শ্রমিক হিসেবে শুরু হলেও বর্তমানে স্ত্রীর অনুপ্রেরণায় তিনি ওমানের একজন সফল ব্যবসায়ী।
চট্টগ্রামের পটিয়ার সন্তান রকি প্রায় ১৮ বছর ধরে ওমানে অবস্থান করছেন। লেখাপড়া শেষ করে ২০০৫ সালে সাধারণ শ্রমিক ভিসা নিয়ে ওমানে যান রকি। সেখানে গিয়ে নিয়োজিত হন ওমানের জাতীয় প্রতীক ‘খঞ্জর’ তৈরির কাজে। এই ‘খঞ্জর’ তৈরির কাজ শিখতে শিখতে প্রায় পাঁচ বছর সেখানে চাকরি করেন রকি। এরপর স্ত্রীর অনুপ্রেরণায় নেমে পড়েন ব্যবসায়। প্রথম দিকে সফলতার মুখ না দেখলেও নিজের সততা এবং সাহস দিয়ে এগিয়ে যান রকি। এরপর একের পর এক সফলতা এসে ধরা দেয় রকির জীবনে।
২০১৮ সালে প্রতিষ্ঠা করেন নিজের নামেই ‘রকি ওয়ার্ল্ড’ নামে একটি কোম্পানি। চিন থেকে নিজের নামেই ব্রান্ডিং করে পণ্য এনে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সাপ্লাই দেন রকি। ছোট্ট দোকান থেকে ওমানের যাত্রা শুরু হলেও এখন চারটি বড় শো-রুম রয়েছে শুধুমাত্র পাইকারি বিক্রির জন্য। ১০০টিরও বেশি খুচরা ব্যবসায়ীদের মোবাইলের সরঞ্জাম সরবরাহ করেন রকি। এখন শুধু মাস্কাট নয় দুবাইয়ের ব্যবসায়ীরাও তার কাছ থেকে পণ্য নেয়। শতভাগ কোয়ালিটি সম্পন্ন এবং গ্যারান্টি যুক্ত মোবাইলের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় তার কাছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার পিছনে যেসব রেমিট্যান্স যোদ্ধার ভূমিকা রয়েছে, তাদের মধ্যে এই রকি এবং তার স্ত্রীও অন্যতম সৈনিক।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post