কুমিল্লার ছেলের হাতে খুন হয়েছেন মা। লালমাই উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়ায় শনিবার (১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নুরে আলম সবুজকে (৩২) আটক করেছে পুলিশ, শনিবার রাতে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি কনকশ্রী দক্ষিণপাড়া গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৫৫)।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাশের মামার বাড়ি গিয়ে মামা ও মামাতো বোনকে মারধর করতে থাকে আলম। এ সময় সংবাদ পেয়ে নুরজাহান ছেলের হাত থেকে ভাই-ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে আলম তার হাতে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে দেয়।
স্থানীয়রা জানান, আলম কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে আসে। করোনা মহামারির কারণে দুই বছর প্রবাসে থাকলেও দেশে টাকাপয়সা পাঠাতে পারেনি। দেশে ফিরে বাবাকেও মারধর করে আলম। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত আলমকে রোববার (১১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post