অবৈধ উপায়ে মাছ ধরা সহ ওমানের শ্রম আইন লঙ্ঘন করায় ২২ প্রবাসী শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ওমান সরকার। শনিবার (১০ জানুয়ারি) ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় ২২ জন প্রবাসী শ্রমিককে দেশ ফেরত পাঠানোর কথা জানায়। আল উস্তা প্রদেশে সামুদ্রিক মাছ ধরার আইন লঙ্ঘনের অপরাধে তাদেরকে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আল উস্তা প্রদেশে কৃষি, মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তরের মৎস্য নিয়ন্ত্রণ দল রয়েল ওমান পুলিশ পুলিশের সহযোগিতায় ২২ জন প্রবাসী শ্রমিককে সামুদ্রিক মাছ ধরার আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে নির্বাসিত করেছে।
এতে আরও বলা হয়, দুকুম থানার সহযোগিতায় মৎস্য নিয়ন্ত্রণ দল সামুদ্রিক মাছ ধরার আইন লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত ৪৬ জন প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। এছাড়া গত ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আল উস্তা প্রদেশে ৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে উক্ত প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি আছে তা জানায়নি ওমান পুলিশ। গোপন সূত্রে জানাগেছে, এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি প্রবাসী।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post