পরিবর্তন আসতে শুরু করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবাসীদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (৭ ডিসেম্বর) বিমানবন্দরে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা।
জানা গেছে, সৌদি আরব থেকে ১০০ গ্রাম সোনার অলংকার ও দুটি সোনার বার নিয়ে আসেন প্রবাসী মো. হুমায়ুন মিয়া। তবে এয়ারপোর্টে সোনার বারের শুল্ক ৪০ হাজার টাকা তার কাছে ছিল না। সে কারণে অপেক্ষমান পরিবারের সদস্য কাছ থেকে টাকা নিতে টার্মিনালের বাইরে আসেন তিনি। পরে শুল্কের টাকা নিয়ে ফের বিমানবন্দরে প্রবেশ করতে গেলে গ্রিন চ্যানেলে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মী তার কাছে ঘুষ দাবি করেন।
এদের মধ্যে একজন সিকিউরিটি অপারেটর ও অপরজন আনসার সদস্য ওই যাত্রীর কাছে ১০ হাজার টাকা ঘুষ চান। পরে নিরাপত্তা কর্মীকে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করেন সৌদি আরব প্রবাসী হুমায়ুন মিয়া। ঠিক তখনই ঘুষ নেওয়ার অপরাধে তাকে হাতেনাতে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা প্রবাস টাইমকে জানান, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের গেটের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন রিপন মিয়া নামের এক নিরাপত্তা কর্মী। ঘুষ নেওয়া-দেওয়ার অপরাধ বিষয়ে আমাদের নিয়মিত নজরদারি থাকে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিমানবন্দরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post