যেকোনো দেশের ফ্লাইটের জন্য বিমানবন্দরে অন্তত তিন ঘণ্টা আগে যাওয়ার প্রয়োজন হয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। সেই দুর্ভোগ লাঘবে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ)। ‘রেডি টু ফ্লাই’ নামে এই উদ্যোগটি এই সময়ের ব্যবধান কমাবে। এই প্রক্রিয়া চালু হলে চেকইন ডেস্ক কিংবা ডকুমেন্ট চেকের জন্য বোর্ডিং গেটের আনুষ্ঠানিকতা এড়ানো যাবে।
‘ওয়ান আইডি’ উদ্যোগের অধীনে এটি সম্ভব হবে বলে মনে করে আইএটিএ। এই প্রক্রিয়ায় বিমান সংস্থাগুলি যোগাযোগহীন বায়োমেট্রিক-সক্ষম প্রক্রিয়াগুলোর সঙ্গে বিমানবন্দরগুলোতে যাত্রীদের অভিজ্ঞতা ডিজিটালাইজ করার জন্য আইএটিএ-র সঙ্গে কাজ করছে। একজন বিমান বিশেষজ্ঞের মতে, এটি চালু হলে যাত্রী তার স্মার্টফোনের মাধ্যমে নিজ বাড়িতে বসেই স্বাচ্ছন্দ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এতে যাত্রীদের সময় যথেষ্ট পরিমাণে সাশ্রয় করবে। এই সংক্রান্ত পাইলট প্রোগ্রামগুলো ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে ব্যবহার করা হচ্ছে।
আইএটিএ এর একটি গবেষণায় দেখা গেছে, যাত্রীরা ভ্রমণকে আরও সহজ করে তুলতে প্রযুক্তি চান। সেই অনুসারে, আইএটিএ বিমানবন্দরে পৌঁছানোর আগে যাত্রীদের তাদের বিমান সংস্থাগুলির কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম করে একটি বড় পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক আইএটিএ গ্লোবাল প্যাসেঞ্জার জরিপে দেখা গেছে যে ৮৩ শতাংশ ভ্রমণকারী দ্রুত প্রক্রিয়াকরণের জন্য অভিবাসন তথ্য ভাগ করে নিতে ইচ্ছুক। একারণেই আইএটিএ আত্মবিশ্বাসী যে, এটি বাস্তবায়নের সময় ভ্রমণকারীদের জন্য এটি একটি জনপ্রিয় বিকল্প হবে।
এই পদ্ধতিতে ডিজিটালাইজেশনের সঙ্গে যাত্রীরা তাদের ভ্রমণের আগে সরকারগুলোর কাছ থেকে সরাসরি সমস্ত প্রয়োজনীয় প্রাক-ভ্রমণ অনুমোদনগুলি ডিজিটালভাবে অর্জন করতে সক্ষম হবে এবং তাদের বিমান সংস্থার সাথে “ওকে টু ফ্লাই” স্থিতি ভাগ করে নেওয়ার মাধ্যমে, ভ্রমণকারীরা সমস্ত অন-এয়ারপোর্ট ডকুমেন্ট চেকগুলো এটি একটি মসৃণ, ঝামেলা-মুক্ত অভিজ্ঞতা তৈরি করে এড়াতে পারে।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post