বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব, দেশটিতে চলতি বছরের ১০ মাসে গেছেন প্রায় সাড়ে ৫ লাখ কর্মী। সৌদি আরবের পরের অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের আরেক দুই দেশ, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অথচ বর্তমান সময়ে এই তিনটি দেশের কাজের তীব্র সংকট চলছে। ওমানে খোঁজ নিয়ে জানাগেছে, পুরনো শ্রমিকদেরই কাজ পাওয়া যাচ্ছেনা। দক্ষ শ্রমিকরা আগের তুলনায় অর্ধেক বেতনে কাজ করছেন।কাজ, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য,
একই চিত্র অন্য দুই দেশেও। সৌদি আরবে কাজহীন অসংখ্য প্রবাসী রাস্তায় রাত কাটাচ্ছেন। কাজ না পেয়ে দুবাইর বিভিন্ন পার্কে রাত কাটাচ্ছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। বিকল্প দেশে যাওয়ার সুযোগ থাকলেও নিকট আত্মীয় এবং ধর্মীয় প্রবণতার কারণেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যেতে চান কর্মীরা এমন কথা বললেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।
জানাগেছে, চলতি বছরের ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে সাড়ে ৯ লাখ মানুষের। এর প্রায় ৬০ ভাগ কর্মীই গেছেন সৌদি আরবে। বাকি অধিকাংশ গেছেন ওমান ও দুবাইতে। বিশ্লেষকরা বলছেন, বিদেশে কর্মসংস্থান তৈরিতে গবেষণা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয় না। প্রকল্পভিত্তিক যেসব কাজ হচ্ছে, তা প্রতিষ্ঠানিকীকরণ করা দরকার বলেও মনে করেন তারা।
জনশক্তি রফতানিকারকরা বলছেন, সৌদি আরব বরাবরই সবচেয়ে বড় শ্রমবাজার। তবে একক বাজারের ওপর নির্ভরতার ঝুঁকিও আছে। কোনো কারণে সমস্যা দেখা দিলে সংকটে পড়বে পুরো অভিবাসন খাত। তাই বিকল্প বাজার বাড়ানো দরকার বলে মনে করেন তারা।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post