সোমবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সুস্থতার হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আজ দেশটিতে সুস্থ হয়েছেন এক হাজার ৪৩ জন। যাদের মধ্যে ৬১৪ জন ওমানি নাগরিক ও ৪২৯ জন প্রবাসী। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থতার হার ২৪ হাজার ৫২৫ জন। যার মধ্যে মারা গিয়েছেন ১০৮ জন মারা গেছেন।
মোট মৃত্যুর মধ্যে ৭০ জন প্রবাসী ও ৩৮ জন ওমানি নাগরিক। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে ৬১ জনের বয়স ১৫ থেক ৬৯ বছর এবং ৪৭ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। এখন পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের মধ্যে ৯২ জন পুরুষ ও ১৬ জন মহিলা।
দেশটিতে মোট মৃত্যু ১০৮ জন। যার মধ্যে তালিকার শীর্ষে রয়েছে মাস্কাট। মাস্কাটে মারা গিয়েছেন ৮৫ জন। এর পরেই রয়েছে দক্ষিণ বাতিনায় ৯ জন, উত্তর আল বাতিনায় ৬ জন, আল দাখিলিয়ায় ২ জন, দক্ষিণ আল শারিকিয়াহতে ৩ জন, উত্তর শারিকিয়া, ধোফার ও আল ধহিরাহতে একজন।
আরও পড়ুনঃ বাজেটে প্রবাসীদের সুনির্দিষ্ট বরাদ্দের দাবি
আজকের করোনা আপডেট:
মাস্কাটে মোট আক্রান্ত ১৭,৯২০ জন নতুন করে ৫১৫ জন। উত্তর আল বাতিনায় মোট আক্রান্ত এক হাজার ৫৮১ জন, নতুন করে ৭৯ জন। দক্ষিণ আল বাতিনাতে মোট আক্রান্ত এক হাজার ৬৬৪ জন, নতুন আক্রান্ত ১৫৬ জন। আল দাখিলিয়াতে মোট আক্রান্ত ৯১১ জন, নতুন আক্রান্ত ৪৯ জন। আল ওস্তায় মোট আক্রান্ত ৯০৮ জন, নতুন আক্রান্ত ১৪৯ জন। দক্ষিণ শারিকিয়াহতে মোট আক্রান্ত ৫৪৭ জন, নতুন আক্রান্ত ৪০ জন। আল বুরাইমিতে মোট আক্রান্ত ২৫২ জন, নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। আল ধহিরাতে মোট আক্রান্ত ২০৯ জন, নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। ধোফারে মোট আক্রান্ত ১৭১ জন, নতুন আক্রান্ত ৮ জন। মুসান্দামে মোট আক্রান্ত ১১ জন, নতুন আক্রান্ত এক জন।
আরও দেখুনঃ ওমানের প্রবাসী ব্যবসায়ীরা যেমন আছেন?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post