করোনা মহামারীর কারণে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই মাস্কাটে ফিরে এসেছে বিগ বাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের কাছে এই বিগ বাস বেশ জনপ্রিয়। এটি পর্যটকদের পরিবহনের চাহিদা পূরণ করছে, বিশেষ গ্রুপ ট্যুর দিতে যারা পছন্দ করেন তাদের জন্য বিশেষ সেবা দেয় এই বাস। পর্যটকদের এই ছাদ খোলা ডবল-ডেকার বাসগুলোতে মাস্কাটের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হয়। মাস্কাটে শীতের উষ্ণতা উপভোগ করতে দেখা যায় ইউরোপ থেকে আসা পর্যটকদের। বেশিরভাগ পর্যটকই মাতরাহ সুক থেকে এই বিগ বাসে উঠে মাস্কাটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এই বাসে চড়ে পর্যটকরা মাস্কাটের দর্শনীয় স্থানগুলি যেমন মাতরাহ সুক, ফোর্ট, রয়্যাল অপেরা হাউস, সুলতানের রাজ প্রাসাদ, যাদুঘর এবং ওমানের সংসদ ভবন সহ আকর্ষণীয় স্থান গুলো পরিদর্শন করেন। এছাড়াও ঐতিহাসিক ষোড়শ শতাব্দীর আল মিরানি ফোর্ট এবং ওমানের আধুনিক কাউন্সিল ভবন। মাস্কাটের অত্যাশ্চর্য ক্র্যাগি পর্বতমালা এবং ঘূর্ণায়মান উপকূলরেখার প্যানোরামিক দৃশ্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা। জানাগেছে, ২০১২ সালে যখন মাস্কাটকে আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় তখন ওমানে প্রথম বিগ বাস ট্যুর সার্ভিস চালু করা হয়।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post