রাজনৈতিক বিরোধের জেরে বয়কটের পর প্রথমবারের মত কাতার সফরে গেলেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। তুরস্কভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে ৫ ডিসেম্বর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে আকস্মিক সফরে দোহা সফরে গিয়েছেন তিনি।
ইতোমধ্যে কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক উন্নতি হয়েছে। গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম যোগ দেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়ামের খবরে বলা হয়েছে, ‘দুই দেশ এবং দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান কাতার সফর করছেন।’ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে কাতারকে বর্জনের ‘প্রধান স্থপতি’ হিসেবে মনে করা হয়। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালে পূর্বঘোষণা ছাড়াই সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে কাতার এমন অভিযোগ এনে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। ওই সময় মিশর, সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের জন্য আকাশ এবং সমুদ্রসীমা বন্ধ করে।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post