পশ্চিমবঙ্গের কলকাতায় এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি বাংলাদেশের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাকসন চৌধুরী। বাংলাদেশে তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার অদূরে বরাহনগর থেকে কলকাতার সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সে সময় তার কাছে একটি বিদেশি অস্ত্র পাওয়া যায়। তমাল চৌধুরী নামে তার একটি ভারতীয় পাসপোর্টও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ফরেনার অ্যাক্টসে মামলা হয়। পাসপোর্টটি বৈধ নাকি অবৈধ সেটা তদন্ত শুরু করে পুলিশ। সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি। পাসপোর্টের কারণে তিনি ভারতীয় না বাংলাদেশি, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ কারণে তার জামিন পেতে সুবিধে হয়। এরপর হরিদেবপুর থানা এলাকার একটি আবাসিক ভবনে বসবাস শুরু করেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ম্যাক্সের মাদকের নেশা ছিল। গত ৭ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন বরাহনগরে কাজে যান ম্যাক্সের সঙ্গিনী অর্পিতা। ওইদিন রাতে ওই আবাসিক এলাকার বাসিন্দাদের ফোন পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
এরপর এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কলকাতা পুলিশ এই সন্ত্রাসীর কথিত বান্ধবীর খোঁজে তল্লাশি শুরু করেছে। এই রহস্য মৃত্যুর পেছনে এই বান্ধবীর হাত রয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশি এই সন্ত্রাসী কী করে ভারতীয় পাসপোর্ট পেল, সেটাও খতিয়ে দেখছে সিআইডি। কলকাতার স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার একটি যোগসূত্র তৈরি হয়েছিল বলেও তথ্য পেয়েছে পুলিশ। সবকিছুর কিনারা করতে মাঠে নেমেছে গোয়েন্দা বাহিনী।
গোয়েন্দা সুত্র জানায়, উত্তর ২৪ পরগনা ডানলপে থাকত ম্যাক্স। ওমান থেকে পালিয়ে বরাহনগরে থাকতে শুরু করেছিল সে। ইসলামি ছাত্র শিবির অফ চিটাগং বাংলাদেশ নামে একটি সংগঠনের সদস্য ছিল। ম্যাক্স ওমানে রং মিস্ত্রি কাজ করতো। ওখানে সঙ্গী সারোয়ার ধরা পড়ার পরে পালিয়ে আসে কলকাতায়। প্রথম লকডাউন সময়ে নিউ মার্কেট এলাকায় এসে মাছ বিক্রি করত।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post