নারীরা যেখানে সবচেয়ে বেশি অনিরাপত্তায় ভোগেন সাইবার জগতে সেখানে দুবাইয়ের সাইবার জগতের নিরাপত্তা নিয়ে কাজ করেন এক নারী। ছয় সন্তানের জননী ড. বুশরা আলবেলুশি দুবাই ইলেক্ট্রনিক সিকিউরিটি সেন্টারে (ডিইএসসি) গবেষণা ও উদ্ভাবনের প্রধান হিসাবে নিয়োজিত আছেন। কেন্দ্রটি ডিজিটাল দুবাই কর্তৃপক্ষের (ডিডিএ) অধীনে পরিচালিত হয়, দুবাইতে মানুষের জীবনকে ডিজিটালাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানকে। পরিবার আর কাজ দুই নিয়েই ব্যস্ত জীবন পার করছেন তিনি।
শুনে অবাক হওয়ার কিছু নেই, ১৯৮২ সালে জন্মগ্রহণকারী ড. বুশরা একজন আমিরাতি, যিনি দুবাইয়ের সাইবার নিরাপত্তা কৌশলের গবেষণা ও উন্নয়ন এজেন্ডা এবং নীতিগুলির নেতৃত্ব দেন। তিনি ২০২০ সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল ফিউচার কাউন্সিল অন সাইবার সিকিউরিটির একমাত্র আরব প্রতিনিধি।
ড. বুশরা খুব বিনয়ী একজন নারী। তার সমস্ত কৃতিত্বের জন্য আমিরাত সরকারের অবদান রয়েছে বলে মনে করেন। তার রোল মডেল হলেন সহ-রাষ্ট্রপতি ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যার কাছে ‘কিছুই অসম্ভব নয়’ প্রবাদটি তার নীতিবাক্যে পরিণত হয়েছে।
বুশরা জানান, প্রকৃতপক্ষে নেতৃত্বের ক্ষমতায়নের জন্য কিছুই অসম্ভব নয়। এটি আপনার দক্ষতায় বিশ্বাস করা এবং সঠিক সুযোগগুলি আয়ত্ত করার বিষয়। সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের অভূতপূর্ব অগ্রগতির কারণে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বিশ্বব্যাংকের মতো বিশ্বব্যাপী সংস্থাগুলি আজ তার মতো কর্মকর্তাদের গুরুত্বসহকারে গ্রহণ করার কথা বলছে। তিন বছর আগে গ্লোবাল সাইবার ইনডেক্সে ৩০ তম অবস্থান থেকে আমিরাত আজ ৪নম্বর স্থান অর্জন করেছে, যা একটি বিশাল অর্জন বলে মনে করেন বুশরা।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post