মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ হিসেবে চাঁদে যাচ্ছে আরব আমিরাতের মহাকাশযান ‘রশিদ রোভার’। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি মূলত আজ (৩০ নভেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে একটি জাপানি-নির্মিত চন্দ্র ল্যান্ডারে চড়ে চাঁদের উদ্দেশ্যে মহাকাশযানটি উৎক্ষেপণ করার জন্য প্রস্তুত ছিল। তবে সেই তারিখ একদিন পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে।
আমিরাত তাদের চন্দ্র অভিযানের জন্য আগামীকাল ১ ডিসেম্বর দেশটির স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে একটি নতুন উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করেছে। এখন পর্যন্ত মাত্র তিনটি দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন – সফলভাবে চাঁদে তাদের মহাকাশযান অবতরণ করেছে। রশিদ রোভার বর্তমানে নিরাপদে জাপানের তৈরি লুনার ল্যান্ডার হাকুটো-আর এম১ এর ভিতরে সংরক্ষিত রয়েছে, যা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হবে।
চাঁদে রশিদ রোভারের ঐতিহাসিক উৎক্ষেপণটি মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (এমবিআরএসসি) দ্বারা সরাসরি সম্প্রচারিত হবে, আমিরাতের সময় সকাল ১০ টা ৩০ মিনিটে টিভি চ্যানেলগুলোতে কিংবা অনলাইনে এই উৎক্ষেপণ উপভোগ করা যাবে।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post