উঁচু ভবনে থাকতে কার না ভালো লাগে। আর সেই সঙ্গে যদি হয় আরব আমিরাতের মতো জায়গায় তাহলে তো কথাই নেই। আবার এই ভবন যদি যুক্তরাষ্ট্রে অবস্থিত ১০০ তলা বিশিষ্ট ‘সেন্ট্রাল পার্ক টাওয়ার’ থেকেও উঁচু হয় তাহলে তো বিস্ময়ের শেষ নেই। একই সঙ্গে যদি থাকে ইনফিনিটি পুল, যেখান থেকে দেখা যাবে পুরো দুবাই শহর তাহলে তো মনে হবে সেখানে যেতে এক মুহূর্ত দেরি করা যাবে না। এমনই এক চোক ধাঁধানো বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইতে।
আমিরাতি আবাসন কোম্পানি বিঙ্গাতি এবং মার্কিন ঘড়ি প্রস্তুতকারী কোম্পানি জ্যাকব অ্যান্ড কো.’র যৌথ অর্থায়নে নির্মাণ করা হবে ভবনটি। ইতোমধ্যে বিঙ্গাতি এবং জ্যাকব অ্যান্ড কো. ‘বুর্জ বিঙ্গাতি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’ নামের সেই ভবনটির ডিজাইন প্রকাশ করেছে। এর নাম রাখা হয়েছে ‘হাইপার টাওয়ার’। এর সবচেয়ে উপরে বিলাসবহুল পেন্টহাউসগুলো রাখা হবে যা ব্যস্ত শহর এবং এর অনেকগুলো উল্লেখযোগ্য ডিজাইনকে উপেক্ষা করে শহরের বিস্তৃত প্যানোরামিক দৃশ্যগুলি ফুটিয়ে তুলবে। বিলাসবহুল ভবনের সঙ্গে সামঞ্জস্য করে করা হয়েছে এর অভ্যন্তরীণ ডিজাইন। যা পাঁচ তারকা হোটেলকেও হার মানাবে। ইনফিনিটি পুল ছাড়াও জিমনেসিয়াম এবং অন্যান্য পরিষেবাগুলির সাথে স্পা সহ কয়েকটি বিলাসবহুল সুযোগ-সুবিধাও মিলবে এখানে।
আবাসন কোম্পানি বিঙ্গাতির শীর্ষ নির্বাহী মুহম্মদ বিঙ্গাতি আমিরাতের বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘বুর্জ বিঙ্গাতি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’ হবে ১০২ তলাবিশিষ্ট একটি আবাসিক ভবন। মূলত বৈশ্বিক ধনকুবের বা ব্যাপক ধনী ব্যক্তিদেরই এই ভবনটির বিভিন্ন তলার ক্রেতা হিসেবে বিবেচনা করছে বিঙ্গাতি এবং জ্যাকব অ্যান্ড কো.। যারা বুর্জ বিঙ্গাতি জ্যাকব অ্যান্ড কো. রেসিডেন্সে অ্যাপার্টমেন্ট কিনবেন তাদের জন্য ব্যক্তিগত দেহরক্ষী, শেফ, গাড়িচালকসহ বিভিন্ন পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া অ্যাপার্টমেন্ট মালিকদের জন্য ভবনের ভেতর ‘এক্সক্লুসিভ প্রাইভেট ক্লাবে’র ব্যবস্থাও রাখা হয়েছে। দুবাইয়ের কেন্দ্রস্থলে নির্মিতব্য এই ভবনটির পৃথক পার্টি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটের পেন্টহাউস (সবচেয়ে উপরের তলা) ফ্ল্যাটগুলো হবে সবচেয়ে চাকচিক্যপূর্ণ। এছাড়া ভবনটি শীর্ষদেশের ডিজাইন করা হবে হীরার আকৃতিতে। আমিরাতের সংবাদমাধ্যমগুলোকে মুহম্মদ বিঙ্গাতি বলেন, ‘আমরা আসলে একটি শহরের আদলে এই ভবনটি তৈরি করতে চাইছি। অর্থাৎ নামে আবাসিক ভবন হলেও এটি হবে আসলে ১০২ তলা বিশিষ্ট একটি শহর। এই ভবনে যারা থাকবেন, বাজার বা এ জাতীয় দৈনন্দিন প্রয়োজনে তাদের ভবনের বাইরে বের হওয়ার প্রয়োজন হবে না।’
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post