ওমানে বর্তমান সময়ে তীব্র কাজের সংকট দেখা দিয়েছে। দেশটিতে এখন পুরনো শ্রমিকরাই কাজ পাচ্ছেন না। আবার যারা কাজ পাচ্ছেন, তাদের বেতন কমেছে আগের চেয়ে অর্ধেক। সবকিছু মিলিয়ে বর্তমানে ভালো নেই ওমান প্রবাসীরা। এর মধ্যে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক যাওয়ার ঢল নেমেছে। দেশটির গত এক বছরে প্রায় লাখেরও বেশি বাংলাদেশি বেড়েছে।
ওমান সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২২ সালের অক্টোবর নাগাদ দেশটিতে ৬ লাখ ৩৩ হাজার ৭৫৮ জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন। যা আগের বছরের তুলনায় বেড়েছে ১ লাখ ২ হাজার ৭০৫ জন। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) এর মতে, এই বছরের অক্টোবরে মোট প্রবাসীর ২০ লাখ ১৯ হাজার ৩৪৮ জন। অথচ ২০২১ সালে এই সংখ্যা ছিলো ১৭ লাখ ২৩ হাজার ৩২৯ জন। এক বছরে মোট প্রবাসী বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ।
ওমান সরকার বলছে, বিশ্ব বাজারে তেলের দামবৃদ্ধির কারণে অপ্রত্যাশিত লাভের মুখ দেখছে ওমান। যার ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়ছে। ওমান সরকারের দেওয়া তথ্য মতে, এই বছরের ১০ মাসে নতুন ভিসা নিয়ে ১ লাখেরও বেশি বাংলাদেশী কর্মী, ৫৩ হাজার ভারতীয় এবং ৫৮ হাজার পাকিস্তানির কর্মী ওমানে গেছেন।
এনসিএসআই’র তথ্যমতে, ২০১৯ সালের শেষ দিকে সুলতানিতে বিভিন্ন খাতে কর্মরত ছিলেন ১৭ লাখ ১২ হাজার ৭৯৮ জন প্রবাসী কর্মী। ২০২০ সালে এই সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ১২৮ এবং ২০২১ সালে তা ১৪ লাখ ৯ হাজার ৪৭৩-এ নেমে এসেছে। তবে, ২০২২ সালে একটি পুনরুদ্ধার দেখা গেছে। যেখানে প্রবাসী কর্মীদের সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। ওমানে এখন প্রবাসীদের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post