পূর্বের বিশ্বকাপ থেকে একেবারেই আলাদা এবারের এই ফুটবল আসর। নেই কোনো অশ্লীলতা এমনকি মদের আসর। চারদিকে হাদিসের বাণী সম্বলিত চোখ জুড়ানো ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়েছে কাতার সরকার। অমুসলিমদের মাঝে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কোন কমতে করেনি কাতার। আর তাইতো প্রশংসা করছেন বিশ্বের নানা দেশ থেকে আগত অতিথিরা। মুসলিম দেশ কাতারে বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই ইসলাম গ্রহণ করেছেন এক মেক্সিকান সমর্থক।
গত ২৩ নভেম্বর কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রাজধানী দোহার ‘কাতারা’ কালচারাল ভিলেজে কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই মেক্সিকান যুবক। তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করান স্থানীয় ইসলামিক দাঈ (ইসলাম প্রচারক) শায়খ হাইয়ান আলইয়াফাঈ। যুবকের ইসলাম গ্রহণের বর্ণনা দিয়ে শায়খ তার ফেসবুকের একটি পোষ্টে বলেন, ‘যুবকটি মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানতে মসজিদে আসেন। তখন তাকে ঈমানের মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করে বোঝানো হয় এবং একইসাথে তাকে বলা হয় যে, ইসলাম সকল নবী-রাসূলদের ধর্ম। আর প্রত্যেক নবী-রাসূলের ম্যাসেজ ও বার্তা একটিই। তা হলো- আল্লাহ তায়ালা তাদেরকে পাঠিয়েছেন মানুষকে একত্ববাদের প্রতি আহ্বান করার জন্য। হজরত মুসা, ঈসা, মোহাম্মদ সা: ও পূর্বেকার সকল নবী-রাসূল এক আল্লাহর ইবাদত করতেন, যার কোনো শরীক নেই।’
তিনি পোস্টে আরো লেখেন, ‘এরপর যুবকটি নবীদের ধর্মের ওপর আসার এবং ইসলামে দীক্ষিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তখন তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়- তোমাকে কি কেউ ইসলাম গ্রহণে বাধ্য করেছে? তিনি জানান, তাকে কেউ বাধ্য করেনি।’ শায়খ হাইয়ান আলইয়াফাঈ বলেন, আলহামদুলিল্লাহ পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার বক্ষকে উন্মোচন করে দিন এবং তার হৃদয়কে আলোকিত করে দিন। আমরা আল্লাহর কাছে ইসলামের ওপর তার এবং আমাদের অবিচলতা কামনা করছি।’
এদিকে, সৌদি আরবের ‘বাদশাহ খালিদ মসজিদ’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক জাপানি যুবক। ২৬ নভেম্বর সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজ জানিয়েছে, মোটরসাইকেলে করে বিশ্বভ্রমণের জন্য স্বদেশ থেকে বের হন রেভি নামে উক্ত জাপানি যুবক। সৌদি আরব পৌঁছে তিনি দেশটির ‘বাদশাহ খালিদ মসজিদ’ পরিদর্শনের পর ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং কয়েকদিন আগে রিয়াদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন রেভি। তার বর্তমান নাম আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পর তিনি আগের নাম বদলে নিজের এই নাম রেখেছেন। তিনি একজন দাঁতের চিকিৎসক। মুসলিম হয়ে তিনি পবিত্র কাবার গিলাফ ফ্যাক্টরি পরিদর্শন করেন।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=1vVP0HqRzmY
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post