চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৭১ লাখ ডলার । রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এতথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ৮৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এদিকে গত অক্টোবর মাসে ১৫২ কোটি ৬৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের আট মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।
এছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, আগস্টে এসেছে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post