বাংলাদেশি প্রবাসীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দিলো ওমানের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বদর আল সামা হাঁসপাতাল। বুধবার (২৩-নভেম্বর) বদর আল সামা রুই হেড অফিসে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ। অসহায় বাংলাদেশী প্রবাসীদের চিকিৎসার ক্ষেত্রে তার হসপিটালে স্পেশাল ডিসকাউন্টের দাবী জানালে তিনি তাৎক্ষণিক ম্যানেজমেন্ট টিমকে ডেকে এটি বাস্তবায়নের নির্দেশ দেন। বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষথেকে কোনো রোগীর জন্য সুপারিশ করা হলে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার কথা জানান আব্দুল লতিফ।
ওমানের ইতিহাসে প্রথমবারের মত দেশটির চেম্বার অব কমার্সে প্রবাসী পরিচালক নির্বাচিত হওয়ায় বাংলাদেশি ইনভেস্টরদের পক্ষথেকে আব্দুল লতিফকে শুভেচ্ছা জানানো হয়। এসময় ইয়াসিন চৌধুরী ওমান বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য প্রস্তাব করলে উনি সেই প্রস্তাবে রাজি হয়ে দুদেশের সেতুবন্ধন করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করার আশ্বাস দেন।
বাংলাদেশীদের সাথে তার আত্মার সম্পর্ক আছে এমন মন্তব্য করে তিনি বলেন, আমার ব্যবসায়িক জীবনে সফলতার পেছনে বাংলাদেশীদের অবদান অনেক বেশি। আমার হসপিটালে ৩৫ শতাংশ রোগী বাংলাদেশের। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে এসময় আরো ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি, আবু ইউসুফ ও জসিম উদ্দিন সহ বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post