ওমানের রাজধানী মাস্কাটের বৌশারে কারুকার্যপূর্ণ এক চোখ ধাঁধানো মসজিদের উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ বিন সাইদ আল মামারি আল সালাম নামে এই মসজিদের উদ্বোধন করেন। আধুনিক মান এবং সর্বোত্তম প্রকৌশল ও প্রযুক্তিদ্বারা নির্মিত এই নতুন মসজিদটি ১৩ হাজার ১৩৯ বর্গমিটার জমির ওপর নির্মাণ করা হয়েছে।
আল সালাম মসজিদ ওমানের প্রথম মসজিদ যা সৌর বিদ্যুৎ ব্যবহার করে পরিচালিত হবে। এই মসজিদের ২১৬ টি ফোটোভোলটাইক প্যানেল ১৪ হাজার ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ প্রতি ঘণ্টায় উৎপাদন করতে পারে।
উদ্বোধনকালে ড. মোহাম্মদ বিন সাইদ আল মামারি বলেন, মহামান্য সুলতান হাইথাম বিন তারিক মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি গভীর দৃষ্টি দিয়েছেন। মসজিদ নির্মাণ করে প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের জন্য প্রার্থনা করেছেন।
মসজিদের হলে ১ হাজার ৭৪০ জন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও ৮৮২ জন নারীর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে। মসজিদের অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে একটি দ্বিতল বহুতল হল, ইমাম ও স্টোরের জন্য একটি জায়গা। মসজিদটি আধুনিক শব্দ রোধক। সেইসাথে সার্বক্ষণিক নজরদারির জন্য রয়েছে সিসি ক্যামেরা এবং আইটি সিস্টেম প্রযুক্তি নির্ভর। মসজিদটি মাস্কাট এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post