অবৈধভাবে তামাকদ্রব্য বিক্রির অপরাধে ওমানে তিন প্রবাসীকে ৩ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭লাখ টাকার সমপরিমাণ অর্থ। আজ দেশটির ভোক্তা সুরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির বারকা শহরে অবৈধভাবে চিবানো তামাক বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে তিন প্রবাসীকে আটক করা হয়।
আটককৃতদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না দিলেও সংস্থাগুলো বলছে তারা সবাই এশিয়া মহাদেশের। এসময় তাদের থেকে ১ হাজার ২১টি ব্যাগ জব্দ করা হয়, যেখানে ৪৬৬ ব্যাগ ‘আফজাল’ তামাক এবং ২৭৫ ব্যাগ নিষিদ্ধ মসলা জব্দ করা হয়। এছাড়াও ২৮০ ধরনের নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। কর্মকর্তারা জানান, এসব অপরাধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের ধ্বংসের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post