চট্টগ্রামের রাউজানে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ৮ জন ডাকাত ও স্বর্ণব্যবসায়ীকে আটক করেছে র্যাব। একই সঙ্গে ৪৬ ভরি স্বর্ণালংকার, কয়েন ও সোনা বিক্রির ৩০ লাখেরও বেশি টাকা উদ্ধার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২২-নভেম্বর) সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দুবাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী গত ২৭ অক্টোবর দুবাই থেকে দেশে আসনে। এর পরদিন ২৮ অক্টোবর রাতে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সে ও তার পরিবারের লোকজন মামার বাড়িতে যায়। সে সময় ঘরে তার বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগে গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
এসময় তার বৃদ্ধ বাবাকে কম্বল দিয়ে চেপে ধরে চোখ মুখ ও হাত পা বেধে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাত দলের মধ্যে মোঃ মুসা ভিকটিমের বাবার গলায় চাকু ধরে রাখে এবং চিৎকার করলে জবাই করে ফেলবে বলে হুমকি দেয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা আলমারিতে রাখা ভিকটিমের স্ত্রী, মা, বোনের স্বর্ণালংকার এবং অপরাপর আত্মীয় স্বজনের আমানত স্বরূপ রাখা স্বর্ণালংকারসহ সর্বমোট ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়াও ডাকাত দল ভিকটিমের মামাতো বোনের বিবাহের জন্য ঘরে রাখা নগদ ৫ লাখ টাকা, ৫টি মোবাইল এবং ১টি স্যামসাং ব্রান্ডের ট্যাব লুট করে।
অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারী করে ঘটনার সাথে জড়িত মূল আসামী সহ ৮ জনকে আটক করে র্যাব। ডাকাত দলের সদস্য সাইদুল ইসলাম প্রকাশ সাইফুলকে একই দিনে গহিরার উত্তর-পূর্ব কোতোয়ালী ঘোনা দলই নগরস্থ একটি বাড়ি হতে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যে রাউজান ও হাটহাজারী থানার বিভিন্ন স্থান হতে ডাকাত দলের অন্যান্য সদস্য খোরশেদুল আলম (২৮), সাজ্জাদ হোসেন (২৭), মোঃ বাপ্পি (২৬), সজল শীল (২৭), মোঃ ইদ্রিস প্রকাশ কাজলকে (৩৪) গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহার্য গ্রিল কাটার, ছোরা, টর্চ লাইটসহ ৪৬ ভরি স্বর্ণালংকার এবং ডাকাতি হওয়া স্বর্ণের বিক্রয়লব্দ মোট ২৩ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি মালামাল কেনার অভিযোগে বিপ্লব চন্দ্র সাহাকে (৩৮) জুয়েলার্সের দোকান হতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post