নিম্নচাপের কারণে ওমানের রাজধানী মাস্কাটে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। আজ এক বিবৃতিতে সিএএ জানিয়েছে, সোমবার থেকে মাস্কাটে ভারী বৃষ্টিপাটের সঙ্গে তীব্র ব্জ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিএএ।
সিএএ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোম ও মঙ্গলবার নিম্নচাপের প্রভাব পড়বে ওমানে। মুসান্দাম, উত্তর ও দক্ষিণ বাতিনাহ প্রদেশ ও আল হাজার পর্বতমালা অঞ্চলে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সিএএ সবাইকে বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যাত্রা করার আগে সমুদ্রের আবহাওয়া সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। এসময় ওমান সাগর উত্তাল থাকবে। বিপদজনক পরিস্থিতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post