ওমানের ৫২তম জাতীয় দিবসের ছুটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। গত কয়েকদিনে ওমানের ট্রাভেল এজেন্টরা দেশের ভেতর এবং বাইরে থেকে ব্যাপক মানুষের সাড়া পাচ্ছেন বলে জানা গেছে। এই বছর ওমানের সাধারণ অবকাশকালীন জায়গাগুলোতেই প্রচণ্ড ভিড় হচ্ছে। আবার ওমানের বাইরে যেসব দেশে ভিসার প্রয়োজন হয় না সেসব স্থানেও যাচ্ছেন সাধারণ মানুষ। ওমানে জাতীয় দিবস উপলক্ষে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলেই চারদিনের লম্বা ছুটি মিলবে টানা।
ট্রাভেল অপারেটরদের মতে, দেশের অভ্যন্তরে আসন্ন জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণের জন্য সেরা জায়গাগুলোর মধ্যে কয়েকটি হলো নিজওয়া, জাবাল আখদার, সুর, মাসিরাহ দ্বীপপুঞ্জ, জাবাল শামস এবং রাস আল জিঞ্জ। মাজান ইন্টারন্যাশনাল এজেন্সিজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সহকারী ব্যবস্থাপক আসলাম সালিম বলেন, ছুটির দিন, অভ্যন্তরীণ পর্যটনের জন্য ওমানি এবং প্রবাসী উভয়ের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাবে বলে আমি বিশ্বাসী।
তিনি বলেন, ‘ছোট ছোট ছুটির দিনগুলোতে মানুষ দ্রুত বিরতির জন্য নিকটবর্তী স্থানে ছুটে যায় এবং পরিবারের সঙ্গে কিছু মানসম্পন্ন সময় কাটায়। এবার ওমানের অভ্যন্তরের বেশির ভাগ চাহিদা নিজওয়া, জাবাল আখদার ও জাবাল শামসের জন্য। আমরা মরুভূমির অ্যাডভেঞ্চার এবং ক্যাম্পিংয়ের জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক বুকিংও করেছি। অনেক লোক সুর এবং রাস আল জিঞ্জেও ভ্রমণ করছে। মানুষ আল আশখারা এবং মাসিরার মতো বিকল্পগুলিও খুঁজছে।
ট্রাভেল পয়েন্টের জেনারেল ম্যানেজার ফৈয়াজ খান জানান, দুই বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায়, ওমানে অবসর পর্যটন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ রয়েছে। সুতরাং কাতারের জন্যও আমাদের অনেক সম্ভাবনা আছে ।
তিনি আরও বলেন, “জাতীয় দিবসের ছুটির জন্য অভ্যন্তরীণ এবং বাইরে উভয় ভ্রমণের জন্য আমাদের কাছে বেশ কয়েকটি অনুসন্ধান ছিল। মানুষ অধীর আগ্রহে তারিখগুলি ঘোষণার জন্য অপেক্ষা করছিল এবং এখন বুকিং করছে।
আকবর ট্রাভেলসের হলিডে ইন-চার্জ রশিদ ফজল জানান, প্রায়শই এই ধরনের সংক্ষিপ্ত ছুটির জন্য শেষ মুহুর্তের ভ্রমণের পরিকল্পনা করা হয়। এ কারণেই মানুষ এমন গন্তব্যগুলি পছন্দ করে যেখানে অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন। তাই থাইল্যান্ড আমাদের গ্রাহকদের জন্য শীর্ষ পছন্দগুলির মধ্যে একটি। অন্যান্য জনপ্রিয় গন্তব্য হচ্ছে জর্জিয়া এবং আজারবাইজান।
তিনি আরও বলেন যে, স্থানীয়ভাবে, ছুটির দিনগুলি মরুভূমি সাফারি এবং ওয়াদি শাব এবং জাবাল সিফাহ-এর মতো গন্তব্যগুলিতে আগ্রহী মানুষ। প্রবাসীরা ছাড়াও, আমরা ইউরোপীয় পর্যটকদের কাছ থেকে স্থানীয় ভ্রমণের জন্য ভাল প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে ওমানে রয়েছে।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post