প্রথমবারের মত আরব বিশ্বে রোববার শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। তাই চিরাচরিত অনেক দৃশ্যই দেখা যাবে না এবারের আসরে। আগের আসরগুলোতে বিয়ারের গ্লাস হাতে দর্শকদের স্টেডিয়ামে দেখা গেলেও মুসলিম-অধ্যুষিত কাতারে সেটি অসম্ভব। মাঠে নিষিদ্ধ করা হয়েছে অ্যালকোহল। এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এসে স্টেডিয়াম এলাকায় অ্যালকোহল নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। এমন সিদ্ধান্তে নিজেদের কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে ফুটবলারদের সমর্থক সংস্থা।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাতারে এমনিতে বেশির ভাগ জায়গায় অ্যালকোহল নিষিদ্ধ। তবে বিশ্বকাপে স্টেডিয়ামগুলোতে এর ব্যতিক্রম করা হবে, জানানো হয়েছিল আগে। কাতার ও ইকুয়েডর ম্যাচের আগে স্টেডিয়ামে বিয়ারের অস্থায়ী দোকানও বসানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে হুট করেই এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানাল ফিফা। হুট করে কেন এমন সিদ্ধান্ত, সেটির ঠিক ব্যাখ্যা দেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, স্টেডিয়ামের ভেতরে যাতে কেউ অস্বস্তিতে না থাকে, এ কারণে কাতারিদের এমন সিদ্ধান্ত। কাউকে মদ্যপান করতে দেখলে বা কেউ মাতলামি করলে, সে পরিবেশ থাকবে না বলে মনে করে দেশটি। তাদের মতে, বিশ্বকাপে বেশির ভাগ দর্শক এশিয়ান ও মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসবে। যাদের সংস্কৃতিতে মদ্যপান সেভাবে নেই।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post