এয়ার টিকিট ও ট্যুরিজম ব্যবসায় আরেক ধাপ এগিয়ে গেল ওমানের আল সাফার ট্রাভেল এলএলসি। বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির নতুন আরেকটি শাখা উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৮-নভেম্বর) দেশটির জালান বু আলী নামক শহরে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ ফাহাদ। উন্নত মানের কাস্টমার সেবার মাধ্যমে অল্প সময়ে ওমানের শীর্ষ ট্রাভেল প্রতিষ্ঠানে নাম লেখাতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ইতিমধ্যেই ওমান প্রবাসীদের আস্থা অর্জন করেছে আল সাফার ট্রাভেল।
উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালান অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আব্দুল মান্নান সহ স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ ফাহাদ প্রবাস টাইমকে বলেন, হামরিয়াতে হেড অফিস সহ বর্তমানে গোটা ওমানে তার ৫টি শাখা রয়েছে। এছাড়াও চট্টগ্রামেও আল সাফার ট্রাভেলসের একটি শাখা রয়েছে। ওমানের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ী শেখ ফাহাদের এমন সফলতা দেখে মুগ্ধ আগত অতিথিরা।
ট্রাভেল এজেন্সির পাশাপাশি বর্তমানে শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নামে আরেকটি নতুন কোম্পানি খুলছেন শেখ ফাহাদ। সে প্রতিষ্ঠানের মাধ্যমে ওমানে নিজের নামে কোম্পানি লাইসেন্স ও ইনভেস্টর ভিসা করে দেওয়া হয়।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post