রেমিট্যান্স পাঠাতে ব্যাংক চার্জ মওকুফের কথা জানিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা। তবে এ সিদ্ধান্তের পর এখন পর্যন্ত এর সুফল পাননি প্রবাসীরা। ওমান, দুবাই, কাতার ও সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে জানাগেছে, এখনো রেমিট্যান্স পাঠাতে পূর্বের ন্যায় ফি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দিতে হবে না-সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ পাননি তারা।
এ ব্যাপারে গত ১৭ নভেম্বর কুয়েতে এক মতবিনিময় সভার আয়োজন করে দেশটির বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে কর্মরত প্রবাসীরা। এতে উপস্থিত ছিলেন এক্সচেঞ্জ কোম্পানি (বিডি) এমপ্লয়িজ অর্গানাইজেশনের সভাপতি আ.ক.ম আজাদ ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন সহ অন্যান্য নেতারা।
সভায় এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তারা বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ফি বা চার্জ মওকুফের বিষয়ে এবিবি ও বাফেদা যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখনও কোনো নোটিশ বা নির্দেশনা তারা পাননি। এ বিষয়ে তাদের কোম্পানিও কোনো নোটিশ জারি করেনি। এ নিয়ে তারা সাধারণ প্রবাসীদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দিতে হবে না-এমন খবরকে একপ্রকার প্রপাগান্ডা বলে মনে করছেন প্রবাসীরা। দেশে রেমিট্যান্স পাঠাতে চার্জ মওকুফ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঠিক নির্দেশনার দাবি জানিয়েছেন কুয়েতে বিভিন্ন এক্সচেঞ্জ হাউজে কর্মরত প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post