৫২ তম জাতীয় দিবস উপলক্ষে দুই শতাধিক বন্দীকে মুক্তি দিলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। বৃহস্পতিবার ওমান ডেইলির এক সংবাদে বলা হয় এবারের মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৬৫ জন প্রবাসী এবং ১৭৫ জন ওমানি নাগরিক রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, বছরের বিশেষ বিশেষ দিনে কারাবন্দীদের মুক্তি দেওয়ার রীতি চালু করেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার শাসনামল থেকেই পবিত্র ঈদের দিন, দেশটির জাতীয় দিবস এবং ধর্মীয় দিবস উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেওয়া হয়।
সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বর্তমান সুলতানও। এর আগে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জন্মদিন উপলক্ষে তিন শতাধিক কারা বন্দীকে মুক্তি দেন সুলতান। এছাড়াও গত ঈদুল ফিতরের পূর্বে ৪৬৬ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।
এদিকে, ওমানের ৫২ তম জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন সুলতান। আগামী ৩০ নভেম্বর এবং পহেলা ডিসেম্বর এই দুইদিন দেশটিতে সকল সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। জানাগেছে, করোনা মহামারীর কারণে গত দুটি বছর জাতীয় দিবসে তেমন আয়োজন না করতে পারলেও এবছর বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই পালন করা হবে এই দিনটি। ইতিমধ্যেই দেশটির রাস্তাঘাট দোকানপাট এবং সরকারি স্থাপনায় নতুন রূপ ধারণ করেছে।
ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও শামিল হচ্ছেন এতে। নিজেদের গাড়ি সাজানো হচ্ছে ওমানের পতাকার আদলে। এবারের জাতীয় দিবসে চমক হিসেবে থাকছে লেজার শো এবং ড্রোন শো। আগামীকাল ১৮ নভেম্বর সালালার আল নাসর স্কয়ারে সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করবেন সুলতান।
নবজাগরণের ৫২তম জাতীয় দিবস উপলক্ষে মাস্কাট, ধোফার ও মুসান্দামের প্রদেশে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরমধ্যে ১৮ নভেম্বর মাস্কাটের আমরাত পার্কে ও মুসান্দামে। ১৯ নভেম্বর ধোফারে এবং মাস্কাটের আল খুদ শহরে এবং ২১ শে নভেম্বর কাসাবে লেজার ও ড্রোন শো অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post