করা ওমানের আল খয়ের অঞ্চলের পর এবার আল খুদ শহরে অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ। বুধবার (১৬-নভেম্বর) মাস্কাটের আল খুদে অভিযান পরিচালনা হয়, সেখান থেকে প্রায় অর্ধ শতাধিক অবৈধ বাংলাদেশি প্রবাসীকে আটক করে পুলিশ। পূর্বে অধিকাংশ অভিযান রাতে করা হলেও গতকালের অভিযান দিনের বেলায় করা হয়। আল খুদের যেসকল প্রোজেক্টে কাজ চলছে এমন সাইটেও অভিযান চালানো হয়। এসময় দোকানপাট ও শপিং মলেও তল্লাশি করে পুলিশ।
স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রথমে আল মাওয়ালা থেকে এই অভিযান শুরু করে পুলিশ। এরপর ৭টার দিকে আল খুদ এবং রাত ৮টার দিকে আল হিল শহরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৭০ জনের মত বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটককৃতদের ওমানে বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিলনা বলে জানাগেছে।
এদিকে, গত ১৪-নভেম্বর গভীর রাতে আল খয়ের শহরে দেশটির পুলিশ ও লেবার কোর্টের যৌথ অভিযানে প্রায় দুই শতাধিক বাংলাদেশি প্রবাসীকে আটক করে পুলিশ। এসময় বিভিন্ন রুমের দরজা ভেঙে তল্লাশি করা হয়। তবে, যাদের বৈধ কাগজপত্র ছিলো তাদেরকে ছেঁড়ে দিয়ে শুধুমাত্র অবৈধ প্রবাসীদের আটক করে নিয়ে যায় পুলিশ। গত এক মাস যাবত দেশটির বিভিন্ন শহরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করার খবর পাওয়া গেছে। যদিও এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। তবে সাম্প্রতিক এমন অভিযানের ফলে চরম আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে। বিশেষকরে যেসব প্রবাসী নানা কারণে অবৈধ হয়ে গেছেন, তারা পুলিশের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post