একটি দেশের নিরাপত্তা নির্ভর করে সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকার উপর। বিশেষ করে পুলিশের ব্যবহার আর কার্যক্রম অনেকটাই নির্ভর করে একটি দেশের নাগরিকরা কতটা সন্তুষ্ট হতে পারেন। আর তাতে বুঝা যায় দেশটি কতটা নিরাপদ। এমনি একটি বাহিনী ওমানের পুলিশ। দেশটির রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই বাহিনীর নাম রয়্যাল ওমান পুলিশ। এই বাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম এবং মানবিকতা দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। শুধুমাত্র ওমানের নাগরিক নয়, প্রবাসীদের প্রতিও ওমান পুলিশের আচরণ বেশ বন্ধুসুলভ।
সম্প্রতি ওমান পুলিশের একটি কাজের জন্য সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে তাদের কার্যক্রম এবং নাগরিকদের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ নেটিজেনরা। আর তাদের মানবিকতার উদাহরণ তুলে ধরে নেট দুনিয়ায় প্রশংসা করছেন সবাই। ভিডিওতে দেখা যাচ্ছে, ওমানের এক ব্যস্ততম রাস্তায় এক নাগরিকের গাড়ির চাকা নষ্ট হলে পুলিশ এসে তা মেরামত করছেন। এমন দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আবু আলহাওয়ারি নামে এক ওমানি নাগরিক তার ফেসবুক পোষ্টে ওমানের পুলিশের গাড়ির চাকা পরিবর্তন করার কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন – এরকম কঠিন পরিস্থিতি ছাড়াও ওমানের পুলিশ তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেখাতে বিলম্ব করে না। নাগরিকদের প্রতি তাদের কর্তব্য দেখে মনে হয় তারা সত্যি সত্যের প্রতিপালক এবং ওমানের নিরাপত্তার জন্য বিচক্ষন একটি বাহিনী। সেই পোস্টে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন ওমানের পুলিশের ভুমিকার কথা। সবাই প্রশংসায় লিখছেন ওমান পুলিশ অনেক সহায়তা করেন যেকোনো পরিস্থিতিতে।
ওমানে খোঁজ নিয়ে জানাগেছে, শুধু এবারই নয়, এর আগেও এমন অনেক প্রশংসনীয় কাজে দেখা গেছে ওমানের পুলিশকে। দেশটির পুলিশ জনবান্ধব হওয়ায় অপরাধের মাত্রা একবারেই কম। মধ্যপ্রাচ্যের এদেশটি এতটাই নিরাপদ যে, গভীর রাতে কোটি টাকা নিয়েও একাকি চলতে কোনো ভয় নেই। আইন শৃঙ্খলা এতটাই উন্নত যে, রাত্রিবেলা মেয়েরাও একাকি চলাফেরা করতে পারেন। এমনকি ওয়েস্টার্ন ড্রেস পরেও একটি মেয়ে একাকি চলতে পারেন গভীর রাতে। দেশটিতে মারামারি, হত্যা ও ধর্ষণের খবর বছরে দুই একটা পাওয়া যায়। এমন শান্তিপ্রিয় একটি দেশের পিছনে এই রয়্যাল ওমান পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post