ওমানের সুলতান হাইথাম বিন তারিকের পৃষ্ঠপোষকতায় ৫২তম জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো ওমান জুড়ে। সুলতান আগামী ১৮ নভেম্বর সালালাহ আল নাসর স্কয়ারে সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করবেন। দিবসটি পালনে পুরো ওমানকে সাজানো হয়েছে অন্যরূপে। ইতিমধ্যেই নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশ। আর এবার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে লেজার ও ড্রোন শো। দিবসটি উপলক্ষে আজ সালালাহ পৌঁছেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক।
নবজাগরণের ৫২তম জাতীয় দিবস উপলক্ষে মাস্কাট, ধোফার ও মুসান্দামের প্রদেশে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরমধ্যে ১৮ ও ১৯ নভেম্বর মাস্কাটের দুটি ভিন্ন স্থানে, ১৮ নভেম্বর মুসান্দামে এবং ১৯ নভেম্বর ধোফারে ড্রোন ও লেজার শো অনুষ্ঠিত হবে। আগামী ১৮ নভেম্বর মাস্কাটের আমরাত পার্কে এবং ১৯ নভেম্বর আল খুদ শহরে এবং ২১ শে নভেম্বর কাসাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৮ নভেম্বর সালালাহ সমুদ্র সৈকত, ২২ নভেম্বর আজাইবা বিচ এবং ২৩ নভেম্বর বিকেল ৪টায় সিব বিচে ঘুড়ি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৫২তম জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে মাস্কাট পৌরসভা ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আল আমরাত পাবলিক পার্ক বন্ধ ঘোষণা দিয়েছে। ওমানের প্রধান সড়কগুলো জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন প্রকার ও থিমে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হওয়ায় ওমানজুড়ে উৎসবের মহল তৈরি হয়েছে। করোনার কারণে পূর্বের দুটি বছর উৎসব পালন করতে না পারলেও এবার বেশ ঘটা করেই আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবেন।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post