রবিবার ওমান সরকার বেসরকারি ভাবে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে, করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারীটির কারণে স্থানীয় ও বৈশিকভাবে অর্থনীতির একটি নেতিবাচক প্রভাব পড়েছে। দেশটির সুলতান হাইথাম বিন তারিক তার রয়্যাল আদেশের মাধ্যমে এই নেতিবাচক প্রভাব দূর করতে নতুন একটি প্যানেল গঠনের আদেশ দেয়।
আরও পড়ুনঃ ওমানে করোনার পূর্বের সকল রেকর্ড ছাড়ালো আজ
ওমানে সুপ্রিম কমিটি করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারী মোকাবিলার কাজ করে যাচ্ছে। কমিটির সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নতুন কমিটির মাধ্যমে বর্তমান অর্থনীতির যে খারাপ অবস্থা এর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয় যে, মহামারীটির কারণে অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে এই বিপর্যয় থেকে অর্থনৈতিক হারকে ত্বরান্বিত করার জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দ্রুত পুনরায় খুলে দেওয়া দরকার।
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের এবার মুখ খুললেন হিরো আলম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post