আরবদের জীবনযাপনের সঙ্গে মিল রেখে শীতে অনেকেই ছুটে যান মরুর বুকে তাবু গাড়তে। সেখানেই পরিবার নিয়ে মেতে ওঠেন আনন্দে। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে পর্যটকরা শীতে উপভোগ করেন মরুর আবহাওয়ায়। আর তাই ওমানের উত্তর আশ শারকিয়াহ প্রদেশে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অঞ্চলে শুধু ওমান নয় সারা বিশ্বথেকে পর্যটক আসেন এই শীত মৌসুমে। তাদের স্বাগত জানাতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলী বিন সালিম আল হাজরি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শীত মৌসুমে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে বিপুল সংখ্যক দর্শনার্থী পর্যটন আসেন। শীত মৌসুমে প্রদেশের মরুভূমি ওমানের সবচেয়ে সুন্দর এলাকাগুলোর মধ্যে একটি। এটি টিলা বেষ্টিত। তাছাড়া উট রাইডিং, মরুভূমি চষে বেড়ানো এবং ক্যাম্পিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি।’
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post