আর কিছুদিন পর ২০ নভেম্বর পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ-২০২২-এর। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পূর্বের আসর গুলোতে বিভিন্ন ধরণের অশ্লীলতা থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। পূর্বের ফুটবল বিশ্বকাপে সমকামিতা এবং যৌন ব্যবসা রমরমা হলেও এবার তা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক কাতার।
ইতোমধ্যে বিশ্ববাসীকে সুন্দর একটি বিশ্বকাপ অনুষ্ঠান উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। তারই অংশ হিসেবে বিশ্বকাপের অতিথিদের স্বাগত জানাতে নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছে কাতার সরকার। দেশটির সড়কগুলোর দেয়ালে দেয়ালে টানানো হয়েছে রাসূল সা:-এর হাদিস সম্বলিত ব্যানার-ফেস্টুন। এগুলোই বিশ্বকাপ উপলক্ষে কাতারে সমাগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে।
অথচ আগের আসর গুলোতে অর্ধলঙ্গ নারীদের দিয়ে বানানো বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে স্বাগত হত। গত ৩০ অক্টোবর টিআরটি ওয়ার্ল্ড এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় ফিফা বিশ্বকাপ-২০২২-এর আয়োজক কমিটি বিশ্বের জনপ্রিয় এ আসরকে সামনে রেখে কাতারের রাজধানী দোহার বিভিন্ন সড়কের পার্শ্ববর্তী একাধিক দেয়ালের ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে বিশ্বনবী সা:-এর বিভিন্ন হাদিস শোভা পাচ্ছে।
হাদিসগুলো আরবিতে লেখার পাশাপাশি সেগুলোর ইংরেজি অনুবাদও লিখে দেয়া হয়েছে। এখবর প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী বেশ প্রশসিংত হচ্ছে কাতার সরকার। অনলাইনে সক্রিয়রা বলছেন, এটি বিশ্ব দরবারে ইসলামকে ফুটিয়ে তোলার দারুণ ও উদ্ভাবনী একটি পদ্ধতি। এজন্য তারা কাতারকে ধন্যবাদ জানাচ্ছেন।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post