সংকট কাটাতে রেমিট্যান্স বাড়ানো এবং দক্ষ কর্মী বিদেশে পাঠানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতে ফি মওকুফ আগেই করা হয়েছে। এখন রেমিট্যান্স পাঠাতে যাতে খুব কম সংখ্যক তথ্য দিয়ে সহজে পাঠানো যায় সেই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রীপরিষদের সভা শেষে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদেশে দক্ষ শ্রমিক পাঠালে তারা উচ্চ বেতনে কাজ পাবেন। এ জন্য শ্রমিকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। রেমিট্যান্স বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে রেমিট্যান্স পাঠাতে কোনো ফি দিতে হবে না। এরমধ্যে বাংলাদেশ ব্যাংক বিষয়টি পরিষ্কারও করেছে। এছাড়া নাম ও পরিচয়পত্র দিয়েই কেবল রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করা হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, গত দুই সপ্তাহে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স কমেছে আশঙ্কাজনক হারে। ফলে আরও প্রকট হলো ডলার সংকট। এতে চাপ পড়ে দেশের রিজার্ভের উপর। ডলার সংকটের কারণে দেশের ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ব্যাপকহারে ডলার ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post