বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বাড়লেও কমছে রেমিট্যান্স। ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ প্রক্রিয়ায় জটিলতার কারণেই বৈধ পথে প্রবাসী আয় বাড়ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সেমিনারে তারা বলেন, প্রবাসী শ্রমিকরা নিয়মিতই টাকা পাঠাচ্ছেন। তবে তা আসছে না বৈধ পথে। মোট প্রবাসী আয়ের অন্তত ৪৫ শতাংশই হুন্ডির মাধ্যমে দেশে আসছে।
সেমিনারে দেশের সংকট বিবেচনায় বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আহ্বান জানান আলোচকরা। একইসঙ্গে ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগ সীমা তুলে দেয়ার দাবি জানান তারা। রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিংয়ে গুরুত্ব দেয়ার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে।
এদিকে সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সাপ্তাহিক ছুটির দিন পৃথক হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে চলমান সংকট থেকে উত্তরণে চেষ্টা চলছে বলেও জানান তিনি। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সারা দুনিয়ায় সাপ্তাহিক ছুটি একদিন আর আমাদের শুক্রবার। আবার শনিবার বন্ধ রাখছি, আর রোববার তারা বন্ধ রাখে। সব মিলিয়ে সপ্তাহে তিনদিন আমাদের লেনদেন বন্ধ রাখতে হয়।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post