বিশ্বের বৃহত্তম সেলেব্রিটি মোটর র্যালিগুলোর মধ্যে একটি ‘গাম্বল ৩০০০’। যেটি প্রথমবারের মত মধ্যপ্রাচ্যে এসেছে এই র্যালি। রবিবার সংযুক্ত আরব আমিরাত থেকে ওমানের জাবাল আখদার যায় গাড়ির এই বিশাল র্যালি। এটি প্রথমে মাস্কাট হয়ে নেজুয়া অঞ্চলে যাবে। এরপর দেশটির মিরবাত, দুকম, সালালাহ এবং মাস্কাট ভ্রমণ শেষে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাবে।
ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ উদ্যোক্তা ম্যাক্সিমিলিয়ান কুপার দ্বারা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ‘গাম্বল ৩০০০’। এখানের সদস্য বিশ্বের নামীদামী সুপার কারের মালিকরা। বিলাসবহুল সব গাড়ির র্যালি নিয়ে এক দেশ থেকে ঘুরে বেরান আরেক দেশ। এবারের ওমান যাত্রায় তারা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ঐতিহ্য এবং পর্যটন সাইটগুলি সম্পর্কে জানতে পারবেন। নিজ দেশে পর্যটন বাড়াতে এই র্যালিকে সহায়তা করবে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post