ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) রবিবার (১৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে যে, আজ থেকে মাতরাহ’র সকল স্বাস্থ্যকেন্দ্র স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সকল প্রতিষ্ঠান নিজেদের কর্মঘন্টা ঘোষণা করেছে। নতুন কর্মঘন্টা অনুযায়ী সপ্তাহের প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর আড়াইটা ও বেলা আড়াইটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। উল্লেখিত সময়ে ওয়াদি কবির, ওতাইয়া ও রুই স্বাস্থ্যকেন্দ্র ও খোলা থাকবে। মাতরাহ স্বাস্থ্য কেন্দ্রটি হাই আল মিনার রোগীদের ও গ্রহণ করবে। সুত্রঃ ওমান অবজারভার
আরও পড়ুনঃ ওমানে করোনার পূর্বের সকল রেকর্ড ছাড়ালো আজ
অঞ্চলটিতে মাতরাহ স্বাস্থ্যকেন্দ্র ও হেই আল মিনা স্বাস্থ্যকেন্দ্র রোগীদের সেবা দিতে নতুন কর্মঘন্টা ঘোষণা করেছে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা অবধি সাপ্তাহিক ছুটি ও সরকারী ছুটি ব্যতীত খোলা থাকবে।
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের এবার মুখ খুললেন হিরো আলম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post