করোনার পর ফের ঘটা করে ম্যারাথনের আয়োজন করলো ওমান। পূর্ণ ম্যারাথন, অর্ধ ম্যারাথন এবং ১০ কিমি দৌড়ের বৈশিষ্ট্যযুক্ত এই ম্যারাথনে বাংলাদেশি প্রবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশের ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নেয়। স্থানীয় সময় সকাল সকাল ছয় টা থেকে শুরু হয় এটি। ম্যারাথনে ১০ কিলোমিটার দৌড়ে প্রথম রানার মোহাম্মদ বাঘেরি তাজ আমির, দ্বিতীয় মজিদ বিন মোহাম্মদ বিন খালফান আল জাহদামি এবং তৃতীয় স্থানে রয়েছেন সালিম আল-শুকাইলি।
এছাড়া আন্দ্রেয়া কোভারোভা প্রথম নারী যিনি ৫৬ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে লাইন অতিক্রম করেছিলেন। হানান আবদুল্লাহ ৫৭ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন এবং তৃতীয় ফিনিশার ছিলেন গার্লি কালভারিও যিনি ৫৭ মিনিট ২৮ সেকেন্ডে লাইন অতিক্রম করেন।
এই অনুষ্ঠানের আয়োজক স্যাবকো স্পোর্টসের জেনারেল ম্যানেজার আলি আল আজমি বলেন, ‘এই অ্যাথলিটদের কতটা শক্তিশালী হতে হয়, তার একটা নিখুঁত উদাহরণ ছিল এটা। সাধারণ মানুষ অবশ্যই এই অনুষ্ঠানটি উপভোগ করেছে, শত শত দর্শক পুরো পথ জুড়ে এবং ফিনিশিং লাইনে ফিনিশারদের জন্য উল্লাস করেছে। রেস শেষ হওয়ার অনেক পরেও আনন্দগুলো অব্যাহত ছিল কারণ সবাই আল মৌজ মাস্কাটে পরিবার-বান্ধব বিনোদনের বিকল্পগুলোর একটি উপভোগ করেছিল।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post