মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার হয়েছে। দেশটির এ নির্বাচনে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় এবং বিচার বিভাগীয় অফিসে ৮২ জন মুসলিম নির্বাচিত হয়েছেন। সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসেবে নিউ জার্সির শহর নিউ ব্রান্সউইকের শিক্ষা বোর্ডে নির্বাচিত হন ২১ বছরের আলিশা খান। তিনি বলেন, শিক্ষা হচ্ছে সক্ষমতা বা যোগ্যতার প্রথম ধাপ। আমি তিন বছর আগে গ্রেজ্যুয়েশন পাস করেছি। আমি জানি, আমাদের প্রজন্মের কী প্রয়োজন।
রাজ্য আইনসভায় নির্বাচিত আলিশা খান পাকিস্তানের করাচি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আলিশার মতো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়েছেন আরেক মুসলিম সালমান ভোজানি। তিনি পাকিস্তানি আমেরিকান। ডেমোক্রেট পার্টি থেকে সালমান ছাড়াও টেক্সাস অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য নির্বাচিত হয়েছেন সুলেমান লালানি।
ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে দেওয়াল তোলার প্রসঙ্গ উল্লেখ করে লালানি বলেন, আমরা অভিবাসীদের জন্য সেতু নির্মাণ করব, দেওয়াল নয়। বার্তা সাইট এক্সিও জানায়, মুসলিমদের বেশিভার এশিয়ান আমেরিকান। নির্বাচিতদের মধ্যে বেশি পাকিস্তানি ও ভারতীয় রয়েছেন।
২৯ অঙ্গরাজ্যের মধ্যে অনেকে প্রথমবার মুসলিম হিসেবে রাজ্যের আইনসভার সদস্য হয়েছেন এবং অনেকে নিজেদের আগের আসন ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রজুড়ে রাজ্যের আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মোট ৪৩ জন মুসলিম। এর মধ্যে ডেলাওয়ার রাজ্যের প্রতিনিধি মাদিনাহ উইলসন-অ্যান্টন, কলোরাডো রাজ্যের প্রতিনিধি ইমাম জোদেহ, কলোরাডো রাজ্যের সিনেটর পাকিস্তানি আমেরিকান সাউদ আনোয়ার নির্বাচিত হন।
জর্জিয়ায় মুসলিম হিসেবে রাহমানিই শুধু রাজ্যের সিনেটর নয়, সেখানে রিপাবলিকানদের হারিয়ে দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। নাবিলাহ ইসলাম রাজ্যের সিনেটর এবং রওমা রোমানা যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন।
ইন্দিয়ানা আসনে মুসলিম ডেমোক্রেট এন্ড্রে কারসন সাতবার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন। তিনি ১ লাখ ১৬ হাজার ৮৭০টি ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী এনজেলা গ্রেবস্কিকে হারান। গ্রেবস্কি পেয়েছেন ৫৩ হাজার ৪৮৭ ভোট। মেশিগানে ১ লাখ ৯৬ হাজার ৬০১ ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট পার্টির রাশিদা ত্লাইব। মিনেসটো থেকে মুসলিম হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে ডেমোক্রেট প্রার্থী ইলহাম উমর। তিনি দুই লাখ ১৪ হাজার ২১৭ ভোটে রিপাবলিকান প্রার্থী সিসলি ডেবিসকে পরাজিত করেন।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post