নিজের বাড়ির গেটে স্ত্রীকে নিয়ে দুদিন ধরে অবস্থান করছেন রায়হান আলী (৩৮) নামে এক প্রবাসী। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে খড়কুটো বিছিয়ে গেটের পাশে বসে আছেন তারা। অন্যদিকে গেট তালাবন্ধ করে পরিবারের সদস্যরা বাড়িতেই রয়েছেন। তারা পেছনের দিকে থাকা একটি ছোট দরজা দিয়ে বাড়ি থেকে বের হলেও সেটিতে তালাবন্ধ করে রাখছেন। এমন বিরল ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের উজিরমুনি গ্রামে।
প্রবাসফেরত রায়হান আলী ওই গ্রামের আইজুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রির ছেলে। জানাগেছে, ৩ মাস পূর্বে পারিবারিক তুচ্ছ ঘটনার কারণে স্ত্রীসহ নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন বাবা। এ ব্যাপারে উক্ত প্রবাসী অভিযোগ করে বলেন, মালয়েশিয়ায় ৫ বছরের বেশি সময় ধরে কাজ করেছি। তখন মাসে ৪০-৫০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছি। সেই টাকা দিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে, বাড়ি নির্মাণ করা হয়েছে।
বাবা ও ৩ ভাই বাড়ির পাশে একটি করাতকল দিয়েছে। আমি বাড়িতে ফেরার পর আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে সেটাও বাবাকে দিয়েছি। এখন প্রায় ৩ মাস হলো তুচ্ছ ঘটনায় বাবা আমাকে স্ত্রীসহ বের করে দিয়েছেন। বাড়িতে আর উঠতে দিচ্ছেন না। স্ত্রীকে নিয়ে কোথায় যাব, কি করব! তাই বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি।
রায়হান আরও বলেন, প্রবাস থেকে যখন টাকা দিয়েছিলাম তখন আমি ভালো ছিলাম। এখন বাড়িতে ফেরার পর সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। গতকাল থেকে বাড়ির লোকজন মারধর করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের। এ বিষয়ে রায়হানের বাবা আইজুল ইসলামের বক্তব্য ভিন্ন।
তিনি বলেন, ছেলে ও বউমাকে বাড়িতে রাখব না। তারা আমার পরিবারের সম্মান রাখেনি। তাদের না রাখার জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ৪ শতক জমি ও ১ লাখ টাকা দিয়েছি অন্য স্থানে বাড়ি করার জন্য। ওই ছেলেকে আমি ঘরে তুলব না। ইতিপূর্বেও বাবা-ছেলের এমন ঝামেলা মেটানো হয়েছে বলে জানালেন পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিঞা।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post