ওমানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ওমান-বাংলাদেশ চেম্বার গঠনের দাবী জানিয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। গতকাল ৮ নভেম্বর ওমানে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে এই দাবী করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অতীতের মতো প্রতিবছর বাংলাদেশ সরকার কর্তৃক নতুন নির্বাচিত সিআইপিদেরকে দূতাবাস কর্তৃক সংবর্ধনা দেওয়ার দাবী জানান। একইসাথে এক্সচেঞ্জ হাউস কর্তৃক পাসপোর্ট নবায়ন করতে গিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেইসাথে করোনা কালীন সময়ে এক্সচেঞ্জ হাউজ কর্তৃক পাসপোর্ট সেবার বিপরীতে স্কুলের নামে সংগৃহীত বকেয়া টাকা অবিলম্বে স্কুলকে ফেরত দেওয়ার দাবী জানান নেতারা।
এছাড়াও আসন্ন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাচনে সকল আগ্রহী সদস্যদের অংশগ্রহণে নিরপক্ষ নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে ওমান সরকারের আইন অনুযায়ী নির্বাচনে যাতে কোনো ধরণের কারচুপি না হয়, সে জন্য ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করে কার্যকরী কমিটি গঠনের দাবী জানান তারা। রাষ্ট্রদূত তাদের যৌক্তিক প্রস্তাবগুলো খুব গুরুত্ব সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন চৌধুরী সিআইপি’র নেতৃতে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সহ-সভাপতি জনাব শাহাজান মিয়া সিআইপি, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি, সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ মো. ইদ্রিস, বাদশা মিয়া, নুরুল আমিন, বেলাল উদ্দিন, তৌফিকুজ্জামান আমানুল্লাহ বাবলু, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post