বাড়ি থেকে সুন্দর করে ব্যাগ গুছিয়ে বেড়াতে চলে যান সবাই। আবার অনেকেই সেই ব্যাগ যত্ন সহকারে নিজের সঙ্গে বহন করেন। কিন্তু ফ্লাইট থেকে নেমে যদি দেখেন সেই ব্যাগের ভয়ানক দশা তাহলে কি সেটি দুঃস্বপ্নের মতো মনে হবে না? অনেকেই বিমানবন্দরে লাগেজ ছেড়া, কিংবা তালা ভাঙ্গা অবস্থায় পান। আবার অনেকেরই লাগেজ আসে না কিন্তু ফ্লাইট চলে আস। এরকম ঘটনা নিজের সঙ্গে ঘটে গেলে এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে পড়তে হয়।
সামাজিক মাধ্যম রেডডিআইটিতে এমনই এক কাণ্ড ঘটে গেছে। কোন এক ব্যবহারকারী একটি বিধ্বস্ত ব্যাগের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় কনভেয়ার বেল্ট এলাকায় লাগেজ এসেছে তবে সেটি বাইরে থেকে বিধ্বস্ত। ব্যাগের চেহারা দেখে কেউ এটিকে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করতেই পারে। অত্যন্ত খারাপভাবে ক্ষতিগ্রস্ত লাল ব্যাগটি বলা হচ্ছে ব্যবহারকারীর চাচার। ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘ ফ্লাইটের পর আমার চাচার স্যুটকেস’। ছবিটি রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে সেটি কোন এয়ারপোর্টে জানা যায়নি।
সেই পোস্টে রীতিমতো সাড়ে চার হাজার মানুষ মন্তব্য করেছে। মন্তব্যগুলি বেশিরভাগই সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে এসেছে। যদিও কেউ কেউ মন্তব্য বিভাগে অনুরূপ ঘটনা এবং তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। আবার কেউ কেউ সহানুভূতি জানিয়ে বলছেন, যে এটি একেবারে ভয়ঙ্কর ছিল। সেই পোস্টে একজন ব্যবহারকারী লিখেছেন “ফ্লাইটটি কি অবতরণ করেছিল, নাকি তারা কেবল পথে এটি ফেলে দিয়েছিল’ , ওপর আরেকজন লিখেছেন “আমি ভাবছিলাম যে বিমানটি আসলেই ক্র্যাশ হয়েছে কিনা’
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post