সংসারে সচ্ছলতা আনতে বড় ছেলে মহসিনকে (২৩) সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেন শফিকুল ইসলাম (৪৬)। সে লক্ষ্যে ঢাকায় যাওয়ার গাড়িতে তুলেও দিয়েছিলেন সন্তানকে। কিন্তু আদরের সন্তানকে বাইরে পাঠিয়ে নিজে মোটেও স্বস্তি পাচ্ছিলেন না। বাড়ি ফেরার পর গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন শফিকুল। ঘটনাটি ঘটছে যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ছোটকাবিলপুর গ্রামের।
স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া জানান, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে শফিকুল ইসলামকে দাফন করা হয়েছে। ছোটকাবিলপুর গ্রামে একটি চায়ের দোকান রয়েছে শফিকুলের। তার দুই সন্তান মহসীন ও রহিম। বড় ছেলে বিবাহিত, তারও একটি বাচ্চা রয়েছে। ছোট জন স্থানীয় একটি হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। চৌগাছার একজন শিল্পপতি শফিকুলকে একটি বাড়ি বানিয়ে দিয়েছেন। সেই বাড়িতেই থাকতেন। অত্যন্ত গরিব মানুষ তিনি। সংসার ভালোভাবে চালাতে বড় ছেলেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করেন। সেই কারণে প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক ও স্বজনদের কাছ থেকে তিন লাখ টাকা জোগাড় করে ছেলেকে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সুমন মিয়া আরও বলেন,‘গতকাল শনিবার রাতে ছেলেকে বাসে তুলে দিতে শফিকুল ভাইয়ের সঙ্গে আমিও ছিলাম। বাড়ি ফেরার পর দোকানে কিছুক্ষণ তার সঙ্গে কাটাই। তার হাবভাব ভাল লাগছিল না, টেনশন করছিলেন। ছেলের জন্যে তার মনের ভেতর হয়ত ওলট-পালট হচ্ছিল। সন্তানদের তিনি খুব ভালোবাসতেন। তাকে অনেক বোঝাই। তার মন ভালো করতে শেষ পর্যন্ত আরও দুই জনকে ডেকে তাসও খেলি। তারপর একটু ভালো বোধ করলে আমরা যার যার বাড়ি ফিরে যাই।’
তিনি আরও বলেন বলেন,‘পরে শফিকুলের স্ত্রীর কাছে জানতে পারি রাত ১টার দিকে তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন। আশপাশের লোকজন আসার পর বোঝা যায়, তিনি মারা গেছেন। তারপরও মন বোঝানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, ‘শফিকুল স্ট্রোক করে মারা গেছেন।’
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post