রাত ১০টার দিকে নুরুল ইসলামের বড় ভাই কাতার প্রবাসী কাশেমের ইমো আইডি থেকে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়- ‘আমার টাকা প্রয়োজন, বিক্যাশ নম্বর দিলে টাকা পাঠাইও’। পরের দিন দুপুরে আবারও একই আইডি থেকে মেসেজ আসে। তখন জানতে চাওয়া হয় –আজকে বিকাশের রেট কতো, ২৫ হাজার টাকা দিও। এরপর আরও কয়েকটি মেসেজ আসার পর নুরুল ইসলাম মেসেজে আসা বিকাশ নম্বরে ৬৫ হাজার টাকা পাঠান। এরপর ঐ নম্বর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যোগাযোগ করে জানতে পারে যে কাশেমের ইমো আইডি হ্যাক করা হয়েছে। এভাবেই প্রবাসীদের আইডি হ্যাক করে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
এমন ইমো হ্যাকার চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। সোমবার (৭-নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, টাকার বিনিময়ে তারা ট্রেনিং নিয়েছে। গত দুই তিন মাসে প্রবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি। প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতাতেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল মমিন (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রবি (১৮), মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (১৯), মো. সাব্বির (১৮), মো. চাঁন মোল্লা (৩৫) ও মো. আরিফুল ইসলাম (২৬)। এসময় তাদের কাছে থেকে ১২টি মোবাইল ফোন, হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের ১৯টি সিমকার্ড জব্দ করা হয়।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post